রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাগুরায় দুই এমপিকে সংবর্ধনা দিলো জেলা আ.লীগ 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দুই এমপিকে সংবর্ধনা দিলো জেলা আ.লীগ 

মাগুরা-১ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে মাগুরা জেলা আ.লীগের পক্ষ থেকে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আ.লীগের আয়োজনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ফুলেল সংবর্ধনা দেয়া হয়। 
 
জেলা আ.লীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক,আবু নাসির বাবলু, যুগ্ম সম্পাদক জেলা আ.লীগ ও পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল। 

মাগুরা ১ আসনের এমপি সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল। সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, রানা আমীর ওসমান, শাখারুল ইসলাম শাকিল। সদর উপজেলা আ.লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকিরসহ জেলা আ.লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ